জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যের শাসন ব্যবস্থা সমাজদ্রোহী এবং দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে। তাই তারা প্রকাশ্য দিনের বেলায় রাজধানী শহরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মানুষজনদের ভয় দেখাচ্ছে। এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহার। রবিবারl আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলনে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে এই কথাগুলো বলেন। বিশেষ করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চলছে। শনিবার দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এই বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে যার ফলে দুষ্কৃতীদের এত রমরমা।
রাজ্য
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে যার ফলে দুষ্কৃতীদের এত রমরমা : আশীষ
- by janatar kalam
- 2023-07-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this