2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কসবা উন্নয়নের কাজ নিয়ে সভা করলেন চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভৌমিক

শনিবার দুপুর বেলা কমলাসাগর কসবা দিঘি ইকোপার্ক পরিদর্শনে এবং নতুন কমিটির সোসাইটির সদস্যদের নিয়ে এক সভা করলেন চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভৌমিক, উপস্থিত ছিলেন মহকুমার শাসক ভিডিও জেলা এবং মন্ডল নেতৃত্ব সহ ব্লক চেয়ারম্যান ছন্দা দেববর্মা. এদিনের সভায় আলোচনা হয় কিভাবে কসবা উন্নয়নের কাজ পরে আরো উন্নয়ন করা যাবে এবং বর্তমানের তুলনায় বেশি লোক আকর্ষণ করে আনার জন্য কি করা হবে তা নিয়ে আলোচনা হয়. তিনি বলেন আগামী দুমাসের মধ্যে উন্নয়নেও অনেক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাছাড়া বর্তমানের তুলনায় আগামী দিনে পারকিং বাস এবং মন্দিরের বিবাহ ইত্যাদি ভাড়া বৃদ্ধি করা হবে বর্তমানে যে জায়গায় বনভোজনের আসর দেওয়া হয়েছিল তা অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service