জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যে গাভী দুধ দেয় না, যে গাভী বাছুর দেয় না, সে গাভী কোন কৃষক পালতে চায় না, পাশাপাশি যে সন্তানের বুদ্ধি নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই সে সন্তানকেউ কোন অভিভাবক মেনে নিতে পারে না।বললেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেই পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করা হয় না। শিক্ষার সঙ্গে সঙ্গে সমাজ সংস্কৃতি ও নাচ গান, আর্ট সহ সম্পূর্ণ নয় আনুষঙ্গিক গান থাকাটাও বাঞ্ছনীয়। তবেই শিক্ষার পূর্ণতা পায়। শুধুমাত্র বড় বড় ডিগ্রী নিয়ে বসে থাকলেই সমাজ জীবনে উচ্চ আসন পাওয়া যায় না। ডিগ্রীর সঙ্গে বুদ্ধি ও জ্ঞান থাকতে হয়। সোমবার রবীন্দ্র ভবনে আয়োজিত আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন ত্রিপুরা রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, মাথায় রাখবেন শুধু বড় বড় ডিগ্রি রাখলেই শিক্ষিত হওয়া যায়না। তার সঙ্গে সামাজিক, পারিপার্শ্বিক সব বিষয়েই সম্যক ধারণা থাকতে হয়। আর্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব, আর্ট কলেজের অধ্যাপক অভিজিৎ ভট্টাচার্য প্রমূখ।
রাজ্য
পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেই পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করা হয় না : সুধাংশু
- by janatar kalam
- 2023-06-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this