জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর দেশের প্রধান সেবক রূপে ৯ বছরের গৌরবময় পূর্তিতে এবং ৮ ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসকে সামনে রেখে গত ২৫শে জুন রবিবার উত্তর ত্রিপুরা জেলার স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য এবং THE EARTH KEY FOUNDATION এর যৌথ উদ্যোগে উত্তর জেলার ধর্মনগরে পুরো পরিষদ কার্যালয় সংলগ্ন দীনদয়াল ভবন কমিউনিটি হলে এক বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়। উক্ত শিবিরে ডঃ বিধায়ক ভট্টাচার্য সহ রাজ্যের অন্যান্য স্বনামধন্য ফিজিওথেরাপি চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। মোট ৪৬ জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপির চিকিৎসা প্রদান করা হয়। উক্ত শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মনগর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক শ্রী দেবাশীষ সাহা মহাশয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা শ্রীমতি মলিনা দেবনাথ মহাশয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীমতি মঞ্জুনাথ সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা। তাছাড়া এদিনের এই স্বাস্থ্য শিবিরে রোগীদের ভিড় ছিল লক্ষ্যনীয়।
রাজ্য
ডঃ বিধায়ক ভট্টাচার্যের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৯ বছরের গৌরবময় পূর্তিতে স্বাস্থ্য শিবির
- by janatar kalam
- 2023-06-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this