গতকাল রাজ্যে ৪৮ জন করোনা পজেটিভ পাওয়া করোনা রোগীর মধ্যে ১ জনকে খোয়াই জেলার তেলিয়ামুড়াস্থিত নিজ বাড়ি থেকে প্রশাসনের উদ্যোগে আজ তথা শনিবার দুপুর ১২ টা নাগাদ অ্যাম্বুলেন্সে করে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় । উল্লেখ্য, গত ১লা জুন কোলকাতা থেকে বিমানে আগরতলায় আসে বলে জানা যায় । সে সেখানে পড়াশোনা করত । সেদিন থেকে নিজ বাড়িতেই আলাদা ঘরে কোয়ারেন্টাইনে ছিল সে । আজ তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে, প্রশাসনের তরফ থেকে রাজধানীর কোভিড হাসপাতালের উদ্যেশ্যে নিয়ে যাওয়া হয়
janatar kalam Blog রাজ্য করোনা সংক্রমিত তেলিয়ামুড়ার এক ছাত্রীকে রাজধানীর কোভিড হাসপাতালের নিয়ে আসা হয় শনিবার
Leave feedback about this