জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিবিএসসি প্রশ্নপত্র রোমান হরফে ককবরক ভাষায় করার দাবিতে বিক্ষোভে নেমেছে টিএসএফ। সরকার যদি অবিলম্বে তাদের দাবি পূরণ না করে তাহলে ধাপে ধাপে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে টিএসএফ নেতৃবৃন্দ। শুক্রবার সকালে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হয়েছে টিএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা। এক প্রকার সরকারকে হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে এই আন্দোলনের পরে সরকার যদি কোন সদর্থক ভূমিকা না গ্রহণ করে তাহলে জেলায় জেলায় বনধ করবে টিএসএফ।
রাজ্য
রোমান হরফে ককবরক ভাষার দাবিতে বিক্ষোভ টিএসএফ এর
- by janatar kalam
- 2023-05-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this