জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জুমলা শব্দ নিয়ে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়কে বিধানসভার তীব্র আক্রমণ করলেন মন্ত্রী রতন লাল নাথ। বলেন জুমলা শব্দটি উইড্র করে নিতে হবে। দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একজনের কিন্তু জেল হয়েছে, ফের আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে জুমলা বললে পরিনাম ভয়াবহ হতে পারে।
রাজ্য
জুমলা শব্দ উইড্র করতে হবে:রতন
- by janatar kalam
- 2023-03-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this