2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গঠিত হল কমলাসাগর সোসাইটি, সোসাইটির দায়িত্ব পেয়ে কাজ করার আগ্রহ পোষণ করলো সাংসদ প্রতিমা ভৌমিক

দীর্ঘ তিন বছর পর নতুন বিজেপি সরকার আসার পর গঠিত হল কমলাসাগর সোসাইটি, আর সেই সোসাইটির নতুন চেয়ারম্যান হলেন সাংসদ প্রতিমা ভৌমিক. সেই দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো কমিটির সদস্য সদস্যাদের নিয়ে সভা করলেন মন্দিরের সামনে সাংসদ প্রতিমা ভৌমিক, এদিনের সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, ব্লক চেয়ারপার্সন ছন্দা দেববর্মা বিশালগড় সমষ্টি আধিকারিক ইলেকট্রিক অফিসের সিনিয়র ম্যানেজার কমলাসাগর মন্ডল সভাপতি স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যৱা. নতুন কমিটির চেয়ারম্যান হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দীর্ঘ বাম শাসনকালে কোনো উন্নয়ন হয়নি কসবা কমলা সাগরের এখন নতুন দায়িত্ব পেয়ে কিছু কাজ করার আগ্রহ পোষণ করেন আগামী এক মাসের মধ্যে উন্নয়নমূলক কাজ শুরু হয়ে যাবে বলে তিনি জানান.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service