জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই জনজাতি কন্যাকে নির্বাচনে পরাজিত হওয়ার পরেও মন্ত্রীর পদমর্যাদা দিয়ে সম্মান জানালেন মোদী মানিক সাহার সরকার। আপ্লুত জনজাতি অংশের মানুষ। রাজ্যের জনজাতিদের সম্মান ও নারী স্বশক্তিকরনে নজির বিহীন পদক্ষেপ হিসাবে জয়ন্তী দেববর্মা ও পাতাল কন্যা জমাতিয়াকে গুরুত্বপূর্ণ দুটি সংস্থার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে রাজ্য সরকার। ২৩শের মহারণে ছিলেন, কিন্তু জয়ী হতে পারেননি তারা। এরপরেও কথা দিয়ে কথা রাখলেন ডক্টর মানিক সাহার সরকার। প্রতিশ্রুতি মোতাবেক দুই জনজাতি নারী নেত্রীকে দেওয়া হল প্রতিমন্ত্রীর পদমর্যাদার মতো চেয়ারপারসনের পদ। এদের মধ্যে একজন হলেন প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী এন সি দেববর্মার কন্যা জয়ন্তী দেববর্মা। শ্রীমতি দেববর্মাকে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। অপরদিকে পাতাল কন্যা জমাতিয়াকে ত্রিপুরা রিহেবিলিটেশান প্লান্টেশন কর্পোরেশন লিমিটেড চেয়ারম্যান করা হয়েছে। এই ঘোষণায় এখন তারা দুজনই প্রতিমন্ত্রীর সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। রাজ্যের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো নির্বাচনে বিজিত কোন মহিলা প্রার্থীকে প্রতিমন্ত্রী পদমর্যাদার সমান দায়িত্বে আনা হল। নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বরাবরই আন্তরিক প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় কাজ করছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাও।সোমবার সপ্তাহের প্রথম দিন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন জয়ন্তী দেববর্মা। শ্রীমতি দেববর্মা বিদায়ী চেয়ারপার্সন হিমানী দেববর্মার স্থলাভিষিক্ত হলেন। নিজের দায়িত্বভার গ্রহণ করার পর কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।এদিন জয়ন্তী দেববর্মা জানান, শিশুদের কল্যাণে সরকার বরাবরই কাজ করে চলেছে, এবারও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। এদিন শ্রীমতি দেববর্মা আরো জানান শিশুশ্রম রোধে রাজ্য শিশু সুরক্ষা কমিশন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তার জন্য সহযোগিতা চেয়েছেন প্রত্যেকের। এ ছাড়াও বাল্যবিবাহ রোধে সমাজের সকল অংশের মানুষের সার্বিক সহযোগিতা চেয়েছেন শিশু কল্যাণ কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা।মহিলাদের সর্বাধিক গুরুত্ব দিয়েছে বর্তমান বিজেপি সরকার কেন্দ্র ও রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ দপ্তর ও পদ সামলে চলেছেন মহিলারা। আগামী দিনেও সরকার মহিলাদের উপর আরো বেশি দায়িত্ব দিতে চাইছেন।
রাজ্য
দায়িত্ব গ্রহণ করলেন জয়ন্তী দেববর্মা
- by janatar kalam
- 2023-03-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this