2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের উন্নয়ন এবং শান্তির ভরসা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি-র বড়দোয়ালি মন্ডলের বিজয় মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মিছিলের অগ্রভাগে ছিলেন এই কেন্দ্র থেকে নির্বাচিত তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই জমজমাট বিজয় মিছিলে অধিক সংখ্যায় ছিল মহিলারা। তারাই আবির খেলে নাচে গানে মিছিলটিকে বর্ণাঢ্য করে তোলেন। বিজয় মিছিলিটি আগরতলা রবীন্দ্রশত বার্ষিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। মিছিলে বিশিষ্টদের মধ্যে পা মিলিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্জ এবং মেয়র দীপক মজুমদার সহ দলের কর্মী-সমর্থক ও কার্যকর্তারা। বিজয় মিছিলে ছিল আবিরের তুফান। সবাই আবির খেলে বিজয় উল্লাস করে গানের তালে তালে মেতে উঠেছে। মহিলাদের নাচ গানে বিজয় মিছিল হয়ে উঠে আরো রঙিন। খুশিতে আপ্লুত উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহাস্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দলের সর্বভারতীয় নেতৃবৃন্দ , রাজ্য স্তরের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক ও কার্যকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। হারকিউলিসের কাঁধে এবার এটলাস। বিজয় মিছিল শেষ , দপ্তর বন্টন প্রায় হয়ে গেছে। এখন শুধু কাজ আর কাজ। উন্নয়নের দিশায় দ্রুত এগিয়ে যাক রাজ্য। এবং এই উন্নয়নের প্রথম শর্ত হোক শান্তি। রাজ্যবাসী সেই প্রত্যাশায় বসে আছে উন্নয়ন এবং শান্তি হাত ধরাধরি করে চলবে বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service