2025-02-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কৈলাশহরে ভোটার সচেতনতায় সরোজ সাংস্কৃতিক সংস্থা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা, ১৫ ই ফেব্রুয়ারি। ভারত সরকারের নির্বাচন কমিশনারের উদ্যোগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সংগীত নাটক বিভাগের অনুমোদিত সরোজ সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় ১২ ই ফেব্রুয়ারি থেকে ১৪ ই ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ঊনকোটি জেলার কৈলাশহর সহ বিভিন্ন এলাকায় বাবুর বাজার,মাগুরুলিতে অনুষ্ঠিত হয়েছে সুইপ ক্যাম্প।অনুষ্ঠিত ক্যাম্প গুলিতে পথনাটক, গান ,নৃত্য ও বক্তৃতার মাধ্যমে ভোটারদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী ও ভোটদান সম্পর্কে সচেতন করা হয়। ১২ ফেব্রুয়ারি ঊনকোটি জেলার বাবুর বাজার সংলগ্ন পুষ্পরাজ ক্লাব এলাকায় অনুষ্ঠিত হয়েছে একটি সুইপ ক্যাম্প। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বি এল ও।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরোজ সাংস্কৃতিক সংস্থার কর্ণধার তাপস আচার্জী, তনময় আচার্য এবং পুষ্পরাজ ক্লাবের সম্পাদক সভাপতি প্রমূখ। ক্যাম্পে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষদের ভোট দান সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। সংস্থার এই উদ্যোগকে উপস্থিত দর্শকরা সাধুবাদ জানিয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service