2025-02-09
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কংগ্রেস নেতৃত্বরা ভাইরাস: রাজিব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস নেতারা হচ্ছে ভাইরাস। আজকে বিজেপিতে কালকে তৃণমূল কংগ্রেসে, পরশু কংগ্রেসে এইভাবে ঘুরে বেড়াচ্ছে তারা। কোন খানে সুবিধা করতে না পারলে চেষ্টা করছে বিজেপিতে ফিরতে , এখানেও ফিরতে পারছে না কারণ মোদীজি আছে, এখানে তো না খাউঙ্গা না খানে দেউঙ্গা। বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।২০২৩ বিধানসভা নির্বাচন সবকটি রাজনৈতিক দলের কাছে পাখির চোখ হয়ে রয়েছে। এই নির্বাচনে প্রাথমিকভাবে সিপিআইএম ও কংগ্রেস দল জোট বাঁধলেও শাসক বিজেপি দলের জোট নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি স্পষ্ট ভাবে। যার পড়নায় সব কয়টি রাজনৈতিক দল ও রাজনৈতিক বিশ্লেষকদের চোখ শাসকদলের দিকে। তবে জোট যাই হোক না কেন দৃঢ় প্রত্যয় ও আত্মবিশ্বাসী শাসক দলের সব কয়টি সংগঠন ময়দানে ঝাঁপিয়ে পড়ছে মাটি কামড়ে। কোন বুথেই যেন একটি ভোটও এদিক সেদিক না হয় সেদিকে নজর রেখে বিজেপি দলের ৭টি মোর্চা পুরো দমে নেমে পড়েছে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে। প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে সম্মেলনে মিলিত হচ্ছে মোর্চার কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ। রবিবার মোহনপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয় একপ্রকার শক্তির মহড়া দিয়ে। এখানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কংগ্রেস ও সিপিআইএম নেতৃবৃন্দকে একপ্রকার তুলোধোঁনু করেন। বলেন কংগ্রেসের নেতারা হচ্ছে এক ধরনের ভাইরাস তাদের কোন দল হয় না, তারা এখানে সেখানে ঘুরে বেড়ায় শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। বিজেপি রাজ্য সভাপতি এদিন কংগ্রেস নেতৃবৃন্দের উপর একপ্রকার বিশেদাগার করে বলেন, আজকে যারা কংগ্রেস কংগ্রেস করছে গত ২৫ বছর তাদের উপর ভর করে সিপিআইএম এই রাজ্যে রাজত্ব করেছে।২৫ বছরের সিপিএম আমলে সবচেয়ে বেশি শোষিত বঞ্চিত হয়েছিল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক বলেন, বিগত সিপিএম আমলে যারা পার্টির পিছনে ঘুরতে ঘুরতে ৫০ বছর বয়স করে ফেলেছে, তারা কেন এখন চাকরির জন্য ঘুরছে, তাদের তো প্রশ্ন করা উচিত ছিল মানিক সরকার জিতেন চৌধুরীদের। কেন গত ২৫ বছরে তাদের চাকরি হয়নি। একমাত্র বিজেপি সরকারের আমলে স্বচ্ছতার মাধ্যমে চাকরি বিলি করা হয়েছে। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব মোর্চার নেতা জয়নাল দাস সহঅন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।সম্মেলনে উপজাতি অংশের যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service