2025-01-15
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

“প্রকৃত পক্ষে হৃদয় ও মনকে শিক্ষিত করে তোলাই হচ্ছে শিক্ষাক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ” : শিক্ষামন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- “প্রকৃত পক্ষে হৃদয় ও মনকে শিক্ষিত করে তোলাই হচ্ছে শিক্ষাক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ”।এই কাজটা যদি সঠিক ভাবে করা না যায় তাহলে শিক্ষার ব্যপকতা থাকেনা। শনিবার আগরতলার উমাকান্ত স্কুলে আয়োজিত রাজ্য ভিত্তিক ৪৯ তম সাইন্স,মেথ এন্ড এনভারমেন্ট একজিবিশনে আলোচনায় অংশ নিয়ে এই ভাবনার কথা জানান দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।এদিনের কর্মসূচী ছিল রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে নতুন কার্যক্রম “সহর্ষ” পাঠ্যক্রমের উন্মোচন পর্ব।এই কর্মসূচির অন্যতম পৃষ্ঠপোষক ছিল এস সি আর টি ও এন সি আর টি। আনন্দের মাধ্যমে শিক্ষাদানের এই অভিনব পদ্ধতি শিক্ষার্থীদের আরোও ভালোভাবে সমৃদ্ধ করবে ঐ প্রত্যাশা নিয়েই নতুন পথ চলা শুরু করতে যাচ্ছে সহর্ষ। এদিন পড়ুয়াদের মাঝে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, এই রাজ্যে বিজেপি সরকার আসার পর রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। রাজ্যের উচ্চ শিক্ষায় ১৯ টি যুগান্তকারী সংস্কার এনেছে রাজ্য শিক্ষা দপ্তর। এই কর্মসূচীতে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের বিভিন্ন উচ্চ আধিকারীক, স্কুল পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service