জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে মোট জনসংখ্যার ১৮ শতাংশ তপশিলি জাতি গোষ্ঠীর লোক থাকলেও বঞ্চনার শিকার হয়ে আসছিল পূর্বেকার সরকারের আমলে।বর্তমান সরকার লিফলেট এর মাধ্যমে বাড়ি বাড়ি জানান দিচ্ছে কি কি সুযোগ সুবিধা রয়েছে তপশিলি জাতি ভুক্তদের জন্য। কি প্রতিবন্ধকতা ছিল আগে , প্রশ্ন তুলছেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান দাস। বঞ্চনার ইতিহাস তৈরি করে গিয়েছেন পূর্বেকার সরকার। বিশেষ করে বঞ্চিত ও শোষিত হয়ে আসছিল রাজ্য তপশিলি জাতি গোষ্ঠীর সাধারণ মানুষ। রাজ্যে ১৮ শতাংশ তপশিলি জাতি গোষ্ঠীর লোকের বসবাস হলেও , মানা হতো না সংরক্ষণ নীতি। এমনকি তপশিলি জাতি গোষ্ঠীর মানুষের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে তাও জানতে পারত না সাধারণ মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই তপশিলি জাতি গোষ্ঠীর উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর এর মাধ্যমে লিফলেট ছাপিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে অবহিত করা হচ্ছে সুযোগ সুবিধা সম্পর্কে। বুধবার রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর এর উদ্যোগে মেধা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। এদিন তপশিলি জাতি গোষ্ঠীর স্কুল থেকে কলেজের ছাত্র-ছাত্রীরা যারা ফাইনাল পরীক্ষা গুলিতে ৬০ শতাংশ মার্কস পেয়েছিল তাদেরকে নগদ অর্থ, সার্টিফিকেট সহ পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব অভিষেক চন্দ্র , ডক্টর অধিকর্তা সহ উচ্চপদস্থ আধিকারিকরা।
রাজ্য
পূর্বেকার সরকারের আমলে বঞ্চিত করা হয়েছিল তপশিলিদের :ভগবান
- by janatar kalam
- 2022-12-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this