জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাদ্রাসায় কর্মরত অস্নাতক শিক্ষকদেরকে রাজ্যের নিয়মিত শিক্ষক কর্মচারীদের ন্যায় সমকাজে সমবেতন, রাজ্যের সর্বশিক্ষা শিক্ষক শিক্ষিকাদের ন্যায় সমস্ত সুযোগ-সুবিধা প্রদান, ১২৯টি মাদ্রাসায় কর্মরত শিক্ষক সহ মাদ্রাসাকে গ্রেন্ট ইন এইডের আওতায় আনা। এরকম সাত দফা দাবিতে প্রতিনিয়ত আন্দোলন সংঘটিত করে চলেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন। কিন্তু বারবার তাদের দাবি উপেক্ষিত। এই অবস্থায় ফের আরো একবার দাবি গুলি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামলেন মাদ্রাসা শিক্ষকরা। মঙ্গলবার ৭ দফা দাবিতে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার নিকট গণডেপুটেশন প্রদান করে এসোসিয়েশনের রাজ্য কমিটি। এসোসিয়েশনের রাজ্য সহ-সভাপতি শাহ আলমের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন
বুনিয়াদি শিক্ষা অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত এক স্মারকলিপি প্রদান করেন। অধিকর্তা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। তবে অতি দ্রুত যদি দপ্তর দাবিগুলি পুরনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে তাহলে এসোসিয়েশন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান সংগঠনের সহ-সভাপতি শাহ আলম।
রাজ্য
৭ দফা দাবিতে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার নিকট গণডেপুটেশন প্রদান ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের
- by janatar kalam
- 2022-12-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this