2025-01-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মোদীজির নেতৃত্বে ত্রিপুরায় ড্রাগস মডেল চলছে : বৃন্দা কারাত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হীরা মডেল নয় মোদীজির নেতৃত্ব ত্রিপুরায় বিজেপির শাসনে ড্রাগ মডেল চলছে। রাজ্যে মেয়েরা পর্যন্ত ড্রাগস এর নেশায় আসক্ত হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসমাবেশ একদিন পরেই রাজ্যে এসে মহিলাদের নিয়ে বিক্ষোভ রেলি করে এই মন্তব্য করেন নারী সমিতির সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাত। শ্রীমতি কারাত এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ত্রিপুরা রাজ্য সরকারের সমালোচনামুখর হন।এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে শহরে এক বিক্ষোভ রেলি করে প্যারাডাইস চৌমুহনীতে এসে সমাবেশে মিলিত হয়েছে। সেখানে বক্তব্য রাখতে গিয়েও একই সুর চড়ান সর্বভারতীয় নারীনেত্রী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service