জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩শের বিধানসভা নির্বাচন যতটা এগিয়ে আসছে ততটা রাজ্যের রাজনৈতিক মহলে তৎপরতা যেমন দিনের পর দিন বেড়েই চলেছে। এদিকে যখন শাসক দল ঘরে ঘরে বিজেপি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদ সহ বিধায়ক বিধায়িকারা মানুষের ঘরে ঘরে যাচ্ছে অপর দিকে পিছিয়ে নেই রাজ্যের অন্যতম বিরোধীদল জাতীয় কংগ্রেস। এমনটাই লক্ষ করা গেলো মঙ্গলবার ১৪বাঁধারঘাট এলাকার কংগ্রেসের বিজিত প্রার্থী এলাকার বিধায়িকা মিমি মুজুমদারকে টেক্কা দিতে এক কদম এগিয়ে প্রচার চালিয়ে বেড়াচ্ছেন রতন দাস। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ২০২৩শে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে মানুষে মুখে হাসি ফুটাবেন, এবং তিনি এই এলাকা থেকে বিপুল ভোটে জয় লাভ করে এলাকার মানুষের পাশে থেকে বিগত দিনের চেয়ে আরো বেশি করে মানুষের সেবায় নিযুক্ত হবেন। শুধু তাই নয় রাজ্যের মূল সমস্যা যেইটা বেকার সমস্যা থেকেও এলাকার যুবক যুবতিদের বের করার আশ্বাস দেন । এদিন তিনি আরো বলেন পরিবর্তনের মুখ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, দুই মাস পর রাজ্যের মানুষ তার স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবে, এবং গণতন্ত্র ফিরে পাবেন। এখন দেখার এইধরণের কর্মসূচি কংগ্রেসকে আগামীতে কতটা মাইলেজ পৌছায়? তবে এদিনের কর্মসূচিতে এলাকার মানুষের ছিল ব্যাপক সাড়া।
রাজ্য
বাঁধারঘাটে মিমিকে টেক্কা দিয়ে প্রচারে এক কদম এগিয়ে কংগ্রেস নেতা রতন
- by janatar kalam
- 2022-12-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this