2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে নতুন করে বামফ্রন্ট সরকার গড়া সহজ নয় : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি জোট সরকারের প্রতি মানুষ ক্ষুব্দ কিন্তু তার মানে এই নয় রাজ্যে নতুন করে আবার বামফ্রন্ট সরকার গড়বে। বামফ্রন্ট সরকার গড়তে হলে বিজেপি বিক্ষুব্ধ একটা বিরাট অংশকে একত্রিত করতে হবে। কর্মীদের প্রতি স্পষ্ট বার্তা দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। ২০২৩ বিধানসভা নির্বাচন বিজেপি জোট সরকারের কাছে শক্ত চ্যালেঞ্জ হলেও বামফ্রন্টের কাছেও যে সহজ নয় সেটা স্পষ্ট উপলব্ধি করেছেন গত ২৫ বছরের শাসক মানিক সরকার। রবিবার সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির নবম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার কর্মীদের উদ্দেশ্য করে আরওবলেন, জোট সরকারের প্রতি মানুষের ক্ষোভ থাকলেও নির্বাচনের প্রাক মুহূর্তে প্রতিশ্রুতি কিছুকিছু পালন করতে সচেষ্ট হচ্ছে। যার ফলে নতুন বামফ্রন্ট সরকার গঠন করা খুব একটা সহজ হবে না।সেকথা উপলব্ধি করতে হবে বামফ্রন্টের কর্মী-সমর্থকদের। বিরোধী দলনেতা মানিক সরকারের এদিন শ্রমজীবী নারীর সমন্বয় কমিটির সদস্যদের সামনে নিজেদের ভুল স্বীকার করে বলেন , বামফ্রন্ট সরকারের আমলে কর্মচারীরা যে খুব বেশি একটা বেতন পেতেন সেটা বামফ্রন্ট সরকার কখনোই বলেনি, কর্মচারীরা কম বেতন পেতেন সেটা উপলব্ধি করলেও দেওয়ার সামর্থ ছিলনা।আশা অঙ্গনওয়াড়ি কর্মী মিড-ডে-মিল ওয়ার্কার এসব গুলি ছিল কেন্দ্রীয় সরকারের স্কিমে। তাদের কম বেতন দেওয়া হতো সেটা উপলব্ধি করলেও কিছু করতে পারেনি বামফ্রন্ট। মানিক সরকার এদিন , আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে প্রতারক বলে আখ্যায়িত করেন ,বলেন গত নির্বাচনের আগেও হিমন্ত বিশ্ব শর্মা অনেক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল, তার একটিও পূরণ করেনি বিজেপি জোট সরকার। বিরোধী দলনেতা মানিক সরকার শ্রমজীবী নারীর সমন্বয় কমিটির মহিলাদের সহানুভূতি পেতে আক্রমণ করতে ছাড়েনি তিপরা মথা দলকেও , বলেন, পৃথক তিপরা ল্যান্ড এর দাবি নিয়ে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। তাদের আমলে পাহাড়ের রীতিমত হাহাকার শুরু হয়েছে। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সি আই টি ইউ সভাপতি মানিক দে, সম্পাদক শংকর দত্ত সহ অন্যরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service