2025-02-07
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ফের আরো একবার রাস্তায় নামল ডিগ্রি প্রাপ্ত বেকার এমপি ডাব্লিউউরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের আরো একবার রাস্তায় নামল ডিগ্রি প্রাপ্ত বেকার এমপি ডাব্লিউউরা। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে অতি শীঘ্রই এমপি ডাব্লিউ সমস্ত শূন্য পদগুলি পূরণ এবং রাজ্যের প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে একজন করে পুরুষ ও মহিলা এমপি ডব্লিউ নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন বেকার যুবক-যুবতীরা। এদিন বেশ কিছু সময় বিক্ষোভ প্রদর্শন চলার পর এম পি ডব্লিউ ডিগ্রি প্রাপ্ত বেকারদের এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। এদিনের এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি প্রসঙ্গে এক বেকার যুবক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত একজন এমপি ডব্লিউ নিয়োগ নেই। অথচ আগে দেখা যেত প্রতিবছরই অল্পসংখ্যক হলেও নিয়োগ প্রক্রিয়া অব্যাহত ছিল। কয়েক বছর ধরে নিয়োগ না থাকার ফলে রাজ্যে এমপি ডব্লিউ বেকারের সংখ্যা বাড়ছে। বিষয়টি নিয়ে মন্ত্রীর সাথে দেখা করার জন্য বারবার আবেদন করেও সময় পাওয়া যায়নি। এই অবস্থায় অবিলম্বে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন বেকাররা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service