2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচি রূপায়নে জোর তৎপরতা পার্থের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত জোড়ো যাত্রা কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে অনুষ্ঠিত হবে ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করতে বাধারঘাটে জোর তৎপরতা শুরু করেছে পিসিসি সদস্য পার্থ রঞ্জন সরকার। ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ১৬ টি ভাগে বিভক্ত হয়ে কংগ্রেস নেতা কর্মীরা অংশগ্রহণ করবে। রাজধানী আগরতলা থেকে মূল যাত্রায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক তথা ত্রিপুরার ইনচার্জ ডঃ অজয় কুমার এবং পিসিসির বিভিন্ন পদাধিকারীরা। টানা সাত দিনব্যাপী এই যাত্রায় প্রতিদিন অনুন্য ১৫ কিলোমিটার পায়ে হাঁটার পরিকল্পনা নিয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি। এই কর্মসূচিকে সফল রূপায়ণ করতে ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে জোর তৎপরতা শুরু করেছে এই কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী পার্থ রঞ্জন সরকার। সম্প্রতি ১৪ বাধারঘাট কেন্দ্রের ব্লক কংগ্রেসের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্লক কংগ্রেসের বরিষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থেকে পদযাত্রাকে সফল রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই পদযাত্রা চলতে থাকবে গোটা রাজ্যে। তার জন্য বাধারঘাট ব্লক কংগ্রেস কমিটিও পার্থ রঞ্জন সরকারের নেতৃত্বে ঝড় তুলতে চাইছে পদযাত্রার মাধ্যমে।ইতিমধ্যেই এই বিধানসভা কেন্দ্রে কয়েক দফায় সিপিআইএম ও শাসক দল ভেঙে ভোটাররা পার্থ রঞ্জন সরকারের হাত ধরে কংগ্রেসের পতাকা তলে শামিল হয়েছে এক সাক্ষাৎকারে জানিয়েছে ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ কুমার দেব। উল্লেখ্য ২০১৮ বিধানসভা নির্বাচনের আগেই বাধার ঘাট বিধানসভা কেন্দ্রে রীতিমত ঝড় তুলে চলেছে কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী পার্থ রঞ্জন সরকার |লক্ষ এবার যে করেই হোক এই কেন্দ্র থেকে বিজেপি মুক্ত করা হবে। কেননা এই কেন্দ্রের বর্তমান বিধায়িকা মিমি মজুমদারের নামে অনেক অভিযোগ রয়েছে এলাকাবাসীর। এমনকি বর্তমান বিধায়িকার জনসংযোগ প্রায় নেই বললেই চলে। মানুষ সহসায় তার সঙ্গে দেখাও করতে পারে না। যার ফলে সাধারণ নিপীড়িত বঞ্চিত মানুষ যে কোন সাহায্যের জন্য ভরসা পাচ্ছে একমাত্র পার্থ রঞ্জন সরকারের কাছে। এখানকার জনগণের মনের কথা শুনতে কান পাতলেই শোনা যায় দলমত নির্বিশেষে চাইছে এই কেন্দ্রের বিধায়ক হোক এলাকার সবার প্রিয় জননেতা গত দিলীপ সরকারের উত্তরসূরী পার্থ রঞ্জন সরকার।তবে সাধারন মানুষ হাফ ছেড়ে বাঁচবে বলে অভিমত প্রকাশ করছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service