2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিএসএফের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে সোনামুড়া টু বক্সনগর সড়ক অবরোধ

বিএসএফের প্রতি ক্ষুব্ধ হয়ে বক্সনগর সোনামুড়ার ব্যস্ততম সড়ক অবরোধ করলেন এনসিনগর এলাকার নাগরিকরা।ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানাধীন এনসিনগর সীমান্ত এলাকার জনগণ যাতায়াতের ক্ষেত্রে হয়রানি করে বিএসএফ জওয়ানরা। চলমান সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ফারুক মিয়া বিএসএফের সাথে কথা বলতে গেলে বিএসএফ অশালীন ব্যবহার করে বলে অভিযোগ। বিএসএফের এহেন ভূমিকা মেনে নিতে পারেনি এলাকার লোকজন।আর তাতে ক্ষুব্ধ হয়ে সোনামুড়া টু বক্সনগর সড়ক অবরোধ করে সোমবার সকাল ৯টা নাগাদ। দীর্ঘ তিন ঘন্টা চলে অবরোধ। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক সমীর রায়,ডিসিএম সহ অন্যান্যরা।পরে স্থানীয়দের অভিযোগ শুনে বিএসএফ আধিকারিকের সাথে কথা বলে সমস্যা সমাধান করেন প্রশাসনিক আধিকারিকরা। এরপরেই এলাকাবাসী প্রত্যাহার করে নেয় অবরোধ কর্মসূচি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service