জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকার নেশার বিরুদ্ধে জিরাে টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্ভাবনাময় যুবসমাজকে নেশার করার গ্রাস থেকে দূরে রাখতে এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের ৮(আট) টি জিলা পরিষদ, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর,তথ্য ও সংস্কৃতি দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, বুনিয়াদী শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ, আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে নেশার ভয়ানক পরিণতির বিষয়ে যুবসমাজকে সচেতন করতে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার সচিবালয়ের ১নং কনফারেন্স হলঘরে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় বৈঠকে পৌরোহিত্য করেছে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ।শ্রী চৌধুরী বলেন, নেশার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর/ ক্লাব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার একটা বিরাট ভূমিকা রয়েছে। তারা সর্বতােভাবে সহায়তা করলে নেশামুক্ত অভিযানে ব্যাপক সাফল্য আসবে। রাজ্যে নেশার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ক্ষান্ত থাকলে চলবে না। এই বিষয়ে বিভিন্ন দপ্তর/ক্লাবগুলিকে এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের একটা বড় ভূমিকা নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে কোনও মূল্যে নেশার ছােবল থেকে আমাদের যুবসমাজকে বের করে আনতে হবে। নেশা আগামী প্রজন্মকে ধংস করে দিচ্ছে। যারা নেশার কড়াল গ্রাসে আসক্ত তাদের চিহ্নিত করে তাদের এই অবস্থা থেকে বের করে আনতে হবে। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজ্যের ৮(আট)টি জেলার জিলা পরিষদের সভাধিপতি ও তাদের প্রতিনিধিরা, আগরতলা পুর নিগম, তথ্য ও সংস্কৃতি/যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, স্বরাষ্ট্র দপ্তর,বিদ্যালয় শিক্ষা দপ্তর/বুনিয়াদী শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন,ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ সচিব, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের প্রতিনিধি সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা।
রাজ্য
নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-11-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this