2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দেশের মহিলারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত ছিল : অন্তরা দেব সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত প্রকল্প গুলি সঠিকভাবে মহিলাদের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। রাজ্য মহিলা কমিশনের সহায়তায় শুক্রবার আগরতলা প্রজ্ঞাপনে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের এক রাজ্যভিত্তিক কর্মশালা।এদিনের এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশ নেয়। সকালে গুরুত্বপূর্ণ এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার। ছিলেন মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান সহ দপ্তরের অধিকর্তা স্মিতা মল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি শ্রীমতি দেব সরকার বলেন, দেশের মহিলারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত ছিল। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কিভাবে মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সচেষ্ট রয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি মহিলাদের স্বশক্তি করনের জন্য চালু করেছেন বেশ কিছু প্রকল্প।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service