2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বেকার পুলিশের ধস্তাধস্তিএস টি জি টি উত্তীর্ণদের শিক্ষামন্ত্রী বাড়ির সামনে থেকে গ্রেফতার করল পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এসটি জিটি উত্তীর্ণদের বিক্ষোভ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে। পুলিশের সাথে ধস্তাধস্তি, বিশৃংখল পরিস্থিতিতে বেকারদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। ভালোবাসায় বিস্ফোরণ ,প্রথমে তথ্য মন্ত্রীর সাথে সাক্ষাত, পরে শিক্ষা মন্ত্রী সেখান থেকে আবার দফায় দফায় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। প্রত্যেকেই আশ্বস্ত করেছিল খুব শীঘ্রই নিয়োগ করা হবে এস টিজি টি উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের। তিন মন্ত্রীর আশ্বাস পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল বেকার যুবক যুবতীরা। সরকারের মুখের বাণী পেয়ে ধন্যবাদ জ্ঞাপনও করেছিল সরকারকে। বেকারদের দুর্ভাগ্য একের পর এক আশ্বাস পেয়েও হাতে পায়নি চাকরির অফার। উল্টো শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এসে ধস্তাধস্তি করতে হয়েছে পুলিশের সাথে। মঙ্গলবার বেকার যুবক যুবতীরা জড়ো হয়েছিল শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর বাড়ির সামনে। চাকরির খবর জানতে গিয়ে মন্ত্রীর মুখে শুনতে হল আবার নতুন করে পরীক্ষা নেওয়া কথা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে পড়ে বেকার যুবক যুবতীরা। বিক্ষোভে স্লোগানে উত্তোলিত হয়ে ওঠে মন্ত্রীর বাড়ির সামনে।বেকারদের দাবি মন্ত্রী জবাব দিতে হবে সুস্পষ্ট।বেকারদের বক্তব্য দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া সত্ত্বেও মন্ত্রী এখন উল্টো কথা বলছে। নতুন কথা কিছুতেই মেনে নিতে পারছে না বেকার যুবক যুবতীরা। পুলিশের সাথে ধস্তাধস্তি করতে করতে এক সময় অস্থির হয়ে পরেছে বেকাররা। মুখের ভাষা প্রকাশ করার শক্তিটুকু হারিয়ে গেলে তারা।বলছে আমাদের সাথে কেন এই প্রতারণা।উত্তেজিত বেকার যুবক যুবতীরা পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরেও সাংবাদিকদের সামনে তুলে ধরতে চেয়েছিল তাদের বক্তব্য। বলছে কেন রাজ্য সরকারের পুলিশের এত নির্মম ব্যবহার। তার জবাব পাবে রাজ্য সরকার ভোটবাক্সে।মঙ্গলবার শিক্ষামন্ত্রী বাড়ির সামনের ঘটনা বেকারদের আরও উত্তেজিত করে চলেছে। একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে পড়েছে রাজ্য। প্রশ্ন উঠছে শিক্ষামন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service