জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজাদী কা অমৃত মহোৎসবে গরিব কল্যাণ, সুশাসন নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন | আলোচনা হয়েছে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প নিয়ে | ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলার উদ্যোগে 31 অক্টোবর সোমবার রাজধানীর আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর পাশে কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এক প্রদর্শনী ও আলোচনা চক্র | পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় এক ক্যুইজ কম্পিটিশন | প্রদর্শনীতে স্বাগত ভাষণ রাখেন, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলার আধিকারিক এইচ কে চ্যাং |অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ সূচনা করে বক্তব্য রাখেন আগরতলা দূরদর্শন কেন্দ্রের অধিকর্তা রঙ্গ স্বামী পুসুলর | দূরদর্শনের অধিকর্তা ভারতের স্বাধীনতা সংগ্রামে সরদার বল্লভ ভাই প্যাটেলের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন | এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমতলী দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মজুমদার | এদিনের অনুষ্ঠানে একতা দিবসের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের এক শিক্ষিকা | অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও ছাত্র-ছাত্রীরা একতার শপথ বাক্য পাঠ করেন | অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রায় সাড়ে 300 ছাত্রছাত্রীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় | মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান নাটক নৃত্য পরিবেশন করেছে খয়েরপুরের সংগতি সাংস্কৃতিক সংস্থার শিল্পী বৃন্দ | পরে ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষিকারা |ধন্যবাদ সূচক বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সাংবাদিক তপন কুমার দাস |
রাজ্য
গরিব কল্যাণ সুশাসন নিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা
- by janatar kalam
- 2022-11-01
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this