2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিশালগড়ে শক্তির মহড়া দিল কংগ্রেস গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসের রাজ্যব্যাপী কর্মসূচি। বিভিন্ন স্থানে করা হয়েছে সভা। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসকে কেন্দ্র করে সোমবার একপ্রকার শক্তির মহড়া দিল বিশালগড়ের কংগ্রেস কর্মীরা।এদিন সকালে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জয়দেব রায় বর্মণের নেতৃত্বে একদল কংগ্রেস কর্মী বাইক রেলি করে বিশালগড় মধ্যেবাজারস্থিত প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে।বাইক রেলিটি বিশালগড়ের বিভিন্ন পথ পরিক্রমা করে সোজা চলে যায় ঘনিয়ামাড়া বাজারে।সেখানে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন শেষে পথ সভায় মিলিত হন।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা জয়দেব রায় বর্মন বলেন গত সাড়ে চার বছর ধরে বিশালগড়ের পরিস্হিতি খুব একটা ভালো ছিল না,যার ফলে মাঝখানে কয়েক বছর এই অনুষ্ঠান বন্ধ ছিল।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জয়দেব বর্মণ বলেন কংগ্রেস দলে নেতা নেত্রীর কোনো ব্যাপার নেই,বিশালগড়ের সাধারন কর্মী সমর্থকরাই দলের উৎস এবং শক্তি। অন্যদিকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে বিশালগড় ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও প্রদেশ কংগ্রেস কমিটির আরও এক সদস্য বিশালগড়ের স্থানীয় নেতা জয়দুল হোসেনের নেতৃত্বে আরও একটি বাইক রেলি বের করা হয়।রেলিটি মধ্যবাজারে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে বিশালগড় এর বিভিন্ন পথ পরিক্রমা করে দুর্গানগর বাজারে পৌঁছায়।সেখানে থাকা বহু বছর পুরোনো কংগ্রেসের একটি দলীয় অফিস জঞ্জালমুক্ত করে ব্যাবহারের উপযুক্ত করে তুলে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা জয়দুল হোসেন জানান প্রয়াত ইন্দিরা গান্ধীর আদর্শকে পুঁজি করেই আগামীদিনে ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে রাজ্যে জাতীয় কংগ্রেস দল সরকার প্রতিষ্ঠা করবে। কিন্তু এদিন উভয় কর্মসূচিকে কেন্দ্র করে বিশালগড়ের শুভ বুদ্ধি সম্পন্ন মহলের একটা অংশ বিষয়টিকে ভালোভাবে দেখলেও অপর একটি অংশ বিষয়টিকে গোষ্ঠী কুন্দলের বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে।এই বিষয়ে কংগ্রেস নেতা জয়দুল হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন নভেম্বর মাসেই খুব সম্ভবত আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করতে চলেছে।কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেলে এই বিষয়গুলিরও সমাধান হয়ে যাবে।তবে যে যাই বলুক না কেন সোমবার ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিশালগড়ের কংগ্রেস কর্মীরা যে কর্মসূচি গুলি হাতে নিয়েছে তাতে বিশালগড়বাসীকে আগামী বিধানসভা নির্বাচনে শাসকদলকে যে বড়সড় চ্যালেঞ্জ দিতে সক্ষম তা জানান দিতে অনেকটাই সফল হয়েছে বলা চলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service