2024-11-16
agartala,tripura
রাজ্য

আগামী কিছুদিনের মধ্যে মফঃস্বলের সাংবাদিকদেরও ব্যপক সংখ্যায় সরকারি সীকৃতি প্রদান করা হবে : সাংবাদিক বান্ধব তথ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী কিছুদিনের মধ্যে মফঃস্বলের সাংবাদিকদেরও ব্যপক সংখ্যায় সরকারি সীকৃতি প্রদান করা হবে। আসন্ন প্রেস ডে-তে সেই এক্রিডিটেশন কার্ড গুলি তুলে দেওয়া হবে সাংবাদিকদের হাতে। এর পরই সীকৃতি প্রাপ্ত সমস্ত সাংবাদিকদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। আগরতলার ভগৎসিং যুব আবাসে অনুঠিত হচ্ছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের ২ দিন ব্যাপী বাৎসরিক সাধারণ সভা ও সাংবাদিকদের কর্মশালা।সরকারি সীকৃতি ,বেতন কাঠমো, নিয়োগ পাত্র প্রদান সহ সাংবাদিকদের একাধিক দাবি নিয়ে জোরালো আলোচনা করছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা। কর্মসূচির প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন আগামী কিছু দিনের মধ্যে মফঃস্বলের সাংবাদিকদের ব্যাপক সংখ্যায় সরকারি সীকৃতি তথা এক্রিডিটেশন প্রদান করা হবে। আগামী প্রেস ডে -তে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হবে এক্রিডিটেশন কার্ড। এরপরই সমস্ত সরকারি সীকৃতি প্রাপ্ত সাংবাদিকদের আনা হবে স্বাস্থ্য বিমার আওতায়। সাংবাদিকদের একাধিক সংগঠন রাজ্যে কাজ করছে। দাবিদাবার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আবেদন জানান অনুষ্ঠানের অপর অতিথি পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবিবার দিনব্যাপী হবে শিক্ষামূলক কর্মশালা। প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service