2025-02-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দীপাবলি’কে সামনে রেখে মোমবাতি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে শিল্পীরা

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- দোর-গোঁড়ায় আলোর উৎসব দীপাবলি । আর এই আলোর উৎসব দীপাবলি’কে সামনে রেখে মোমবাতি প্রস্তুতকারক কারখানাগুলিতে মোমবাতি তৈরিতে মূলতঃ ব্যস্ত হয়ে পড়েছে শিল্পীরা । যদিও বর্তমানে যুগের আধুনিকতার ছোঁয়ায় যুগ পরিবর্তনশীলতার পাশাপাশি লক্ষ্যণীয় অনেকেই আবার বৈদ্যুতিক বাহারি রঙের লাইট জ্বালিয়ে আলোর উৎসব দীপাবলি’কে মুখরিত করে তোলেন । তবুও যেন বর্তমানে যুগ ও সভ্যতার পরিবর্তনের বিকাশে আলোর উৎসব দীপাবলিতে বাড়ি ঘরের মধ্যে ছোট বড়ো মোমবাতি জ্বালিয়ে দীপাবলি পালন করা কোথায় যেন একটা মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে বলা চলে । উল্লেখ্য, প্রত্যেকের বাড়িতেই মোমবাতি প্রজ্বলিত করে আলোকিত করে তোলা হয় । শুধু তাই নয় দীপাবলিতে মোমবাতির পাশাপাশি মাটির প্রদীপও যেন মানুষের এক আবেগ ঘন মুহূর্ত বলা চলে । তবে সভ্যতার বিকাশে যুগের পরিবর্তনের ফলে বর্তমানে দাঁড়িয়েও মোমবাতির চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে । আর এরই ফলশ্রুতিতে বিন্দু মাত্র সময় নষ্ট না করে আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে দিনভর বাহারি রঙ বেরঙের ছোট বড়ো মোমবাতি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে কারিগরি শিক্ষার শিল্পীরা ও মোমবাতি কারখানার মালিক জনৈক কাজল দাস । উল্লেখ্য, মোমবাতি কারখানার মালিক শিক্ষিত ও স্বাবলম্বী কাজল দাসের বাড়ি তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত তোতাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় । জীবনের চলমান প্রবাহে গতানুগতিক শিক্ষার শেষে দীর্ঘ বছর ধরে সরকারী চাকুরির প্রচেষ্টায় বারংবার ব্যর্থ হয়েও মনোবল হারায় নি কাজল বাবু । নিজের অগাদ জেদ আর ইচ্ছাশক্তির উপর ভরসা রেখেই আজ থেকে প্রায় ৮ বছর পূর্বে এক নতুন যাত্রা পথ শুরু করে কাজল বাবু । আর তার এই নতুন যাত্রা পথে পাথেয় হয় মোমবাতি তৈরির কারখানা স্থাপন । কাজল বাবুর মোমবাতি তৈরির কারখানাটির নাম দেওয়া হয় “দাস এন্টারপ্রাইজ”র “লোটাস ব্র্যান্ডের মোমবাতি” । আজকে দীর্ঘ ৮ বছর পর সে ব্যাপক সাফল্য মুখী । তার কারখানায় দিনভর মোমবাতি তৈরির কাজ করে স্থানীয় এলাকার ২০ জন শ্রমিক তাদের পরিবার প্রতিপালন করে যাচ্ছেন । সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলাপ চারিতায় কাজল বাবু জানান যে, এখনো পর্যন্ত যা করেছেন বা যতটুকু হয়েছে সবটাই তার ব্যক্তিগত উদ্যোগে । তবে এতেই অনেকটা খুশি কাজল বাবু । তবে বলাই বাহুল্য, এই দীর্ঘ ৮ বছর ধরে মোমবাতি তৈরির কারখানা “দাস এন্টারপ্রাইজ”কে নিজের হাতে বিকশিত করতে পেরে যতটুকু না খুশি হয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি খুশি ও আপ্লুত হয়েছেন স্থানীয় এলাকার মোট ২০ টি দরিদ্র পরিবারকে ভরসার যোগান দিতে পেরে । তবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আন্দোলনমুখী ও বেকারত্বের ঘানি না টেনে নিজে স্ব-নির্ভর ও প্রকৃত স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য বেকার যুবকদের আগামী দিনে স্বাবলম্বী হওয়ার জন্য নিশ্চিত ভাবে তেলিয়ামুড়া মহকুমার কাজল বাবু এক প্রকৃষ্ট উদাহরণ হিসেবে উপস্থিত বলা চলে ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service