জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য পুলিশ ও শিক্ষা দপ্তরে ১০১৭৫ টি চাকুরির ঘোষণা করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। এনিয়ে রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে ধন্যবাদ রেলির আয়োজন করেছে যুব মোর্চা মন্ডল কমিটি গুলি।শনিবার রাজধানীর রাজপথ দাপিয়ে এক মিছিল বের করেছে যুব মোর্চা সদর আরবান কমিটি।মিছিলে সহস্রাধিক যুবক-যুবতী পা মিলেছে।কৃষ্ণনগরস্থিত বিজেপি সদর কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ নিয়ে এক প্রতিক্রিয়ায় ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য প্রভারি টিংকু রায় বলেন, ভারতীয় জনতা পার্টি শুধু প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতি পূরণ করেও দেখিয়ে দেয়।
রাজ্য
একসাথে ১০,১৭৫ টি সরকারি চাকুরির ঘোষণার জন্য যুবমোর্চার ধন্যবাদ রেলি
- by janatar kalam
- 2022-10-15
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this