জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাস্তবায়িত হতে চলছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি।নতুন করে যুক্ত হল আগরতলা কলকাতা ও আগরতলা খোঙসা রেল যোগাযোগ। আগরতলার পালকে যুক্ত হল আরও দুটি নতুন ট্রেন। দেশের15 তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে নতুন দুটি ট্রেনের সূচনা করেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আগরতলা জিরিবাম, আগরতলা জনশতাবদি এক্সপ্রেস খোঙসা মনিপুর পর্যন্ত সম্প্রসারণ এবং গোয়াহাটি কলকাতা, গৌহাটি এক্সপ্রেসের আগরতলা পর্যন্ত সম্প্রসারণ রাজ্যবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। এই দুটি ট্রেন চালু হওয়ার ফলে আগরতলার আরও কাছাকাছি হয়ে গেল মনিপুর ও কলকাতা। এদিন ট্রেন দুটির সূচনা অনুষ্ঠানে বাধারঘাট স্টেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, পরিবহনমন্ত্রী প্রণঞ্জিৎ সিংহ রায়, সাংসদ রেবতী ত্রিপুরা , স্থানীয় বিধায়িকা মিমি মজুমদার প্রমূখ।
রাজ্য
দেশের রাষ্ট্রপতির হাত ধরে চালু হল বিশেষ ট্রেন
- by janatar kalam
- 2022-10-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this