জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শারদীয় উৎসব উপলক্ষে আর্থিক দিক দিয়ে দুর্বল সমাজের দুস্থ অসহায় মানুষদের হাতে বস্ত্র বিতরণ তুলে দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রায় প্রতিদিনই নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে জনজাতি মা-বোনদের হাতে তাঁতের শাড়ি ও পাছড়া তুলে দিচ্ছেন তিনি। বুধবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৩ নং বুথের মাধববাড়ি কমিউনিটি হলঘরে এলাকার দুস্থ অসহায় প্রায় শতাধিক মহিলার হাতে নতুন কাপড় তুলে দেন মন্ত্রী শ্রী চৌধুরী। উৎসবের প্রাক মুহূর্তে মন্ত্রীর হাত থেকে নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবে খুশি এলাকার জনজাতি মহিলারা। গতদিনও তিনি নিজের বিধানসভা কেন্দ্রের বীণাপাণি পঞ্চায়েতে প্রায় আড়াই শতাধিক জনজাতি মা-বোনদের হাতে তাঁতের শাড়ি ও পাছড়া তুলে দেন।
রাজ্য
এলাকার মন্ত্রীর হাতে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার জনজাতি মহিলারা
- by janatar kalam
- 2022-09-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this