জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের ঐতিহাসিক কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। আগামী ২৭ শে নভেম্বর কৃষক আন্দোলনের দুই বছর পূর্তি। সেদিন গোটা রাজ্যজুড়ে সারা ভারত কৃষক সভার উদ্যোগে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি। তবে কেন্দ্রীয়ভাবে সেদিন আগরতলায় হবে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজভবন অভিযান। কৃষক সভার রাজ্য কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার বিকেলে সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরো জানান, রাজ্য কমিটির বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হল পুজোর পরে গোটা রাজ্যজুড়ে কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করা হবে। রাজ্যের কৃষকরা এখন দুর্বিষহ অবস্থায় দিন যাপন করছেন। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে কৃষকরাও ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন।
রাজ্য
আগরতলায় হবে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজভবন অভিযান
- by janatar kalam
- 2022-09-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this