2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শান্তুনু হত্যার আজ ৫ বছর সাংবাদিকরা দীর্ঘ লড়াই আন্দোলন করেও সুবিচার পেল না

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাংবাদিক শান্তনু হত্যাকাণ্ডে সিবিআই তদন্তভার গ্রহণ করেও তদন্ত করে নি। দুর্ভাগ্য আজও শান্তনু হত্যাকাণ্ডের আসামিরা অধরা। বিচার পায়নি শান্তনুর পরিবার। এক অবলা নারীর কুল খালি করে নিয়ে গেল দুর্বৃত্তরা। দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে মৃত্যু হয়েছিল সাংবাদিক সান্তনু ভৌমিকের। 2017 সালের এমনই দিনে মৃত্যু হয়েছিল সান্তনু-র। আজ 5 বছর সাংবাদিকরা দীর্ঘ লড়াই আন্দোলন করেও সুবিচার পেল না। মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে এই কথাগুলিই আওরিয়েছেন সাংবাদিকরা। এদিনের অনুষ্ঠানে সাংবাদিক সান্তনুকে স্মরণ করতে গিয়ে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিকরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service