2024-11-26
agartala,tripura
রাজ্য

শীঘ্রই বহু প্রতীক্ষিত ফিল্ম ইন্ডাস্ট্রিস-এর শুভ সূচনা হচ্ছে কর্মসংস্থান হবে বহু বেকারের জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুব শীঘ্রই শহরের নজরুল কলা ক্ষেত্রে বহু প্রতীক্ষিত ফিলিম ইন্ডাস্ট্রিস-এর শুভ সূচনা হচ্ছে |কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট-এর সঙ্গে মৌ স্বাক্ষর-এর কাজ ও সম্পন্ন হয়েছে।সবকিছু চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাজ্য সরকার থেকে ফিল্ম ইন্সটিটিউটের জন্য 5 কোটি 76 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক কাজগুলোকে সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছে 1 কোটি 10 লক্ষ টাকা। খুব শীঘ্রই নজরুল কলাক্ষেত্র শুভ সূচনা হবে | সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট-এর তত্ত্বাবধানে আগামী 7 নভেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। এই ইনস্টিটিউটের কাজ শুরু হলে বহু বেকারের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে | শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাংবাদিক সম্মেলনে উপস্থিত তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী জানান ফিল্মি যাদের আগ্রহ রয়েছে তারা এতে উৎসাহিত হবে। যারা সাংবাদিক হতে চান তারাও এখান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন। অনেক বেকার যুবক যুবতীরা রয়েছে যারা ফিল্মের কাজে যুক্ত হতে চায়, তারাও এখান থেকে সুবিধা গ্রহণ করতে পারবে। শিক্ষিত বেকারের সংখ্যা রাজ্যে এখন উদ্বৃত্ত
। যোগ্য কোন কর্মসংস্থানের সুযোগ তারা পাচ্ছে না। যারা একসময় স্বপ্ন দেখতো ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে নিজের প্রতিভাকে উজাড় করে দেওয়ার, কিন্তু আর্থিক অসুবিধার কারণে বোম্বে কলকাতা গিয়ে সেই স্বপ্ন পূরণের সুযোগ হতো না।আজ তা হাতের কাছেই ধরা দিতে যাচ্ছে বর্তমান সরকারের কল্যানে। আগ্রহীরা, উৎসাহীরা নিশ্চয়ই এর থেকে ভরপুর সুবিধা নেবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service