এই লক ডাউনে গ্রীন জোনে থাকা রাজ্যগুলিকে মদের দোকান খোলার অনুমতি দিলেও ক্রেতাদের থেকে বেশি দাম রাখার অভিযোগ উঠলো রাজধানীর এক সূরা দোকানের বিরুদ্ধে. জানা যায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনা অনুসারে রাজধানীর সূরার দোকানগুলিতে পরিলক্ষিত হয়েছিল ক্রেতাদের ভিড় . রাজধানীর এক্সাইজ দপ্তরের ইন্সপেকশন অফিসাররা গতকাল সূরার দোকানগুলিতে পর্যবেক্ষণে গিয়েছিলো এবং জানতে পারে যে রাজধানীর সূর্য চৌমুহানিষ্ঠিত অশোক কুমার রায়ের ২নং লিকার শপে সূরার ধার্য করা মূল্য থেকে বেশি দামে বিক্রি করছেন বলে জানা যায় , এ বিষয়ে রাজ্যের এক্সাইজ আধিকারিক সব্যসাচী সিংয়ের সাথে কথা বললে ঘটনার সঠিক তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি.
রাজ্য
রাজধানীর এক সূরা দোকানের বিরুদ্ধে বেশি দাম রাখার অভিযোগ নজর এক্সাইজ দপ্তরের
- by janatar kalam
- 2020-05-05
- 0 Comments
- Less than a minute
- 6 years ago




Leave feedback about this