জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম দলের ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছে বিশালগড়। আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে সিপিআইএম বিজেপি কর্মীদের মধ্যে। আহত বেশ কয়েকজন সিপিআইএম ও বিজেপি কর্মী। বিশালগড়ে সিপিএমের মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিপিআইএম মিছিল থেকে দুষ্কৃতিকারীরা হামলে পড়েছে এক বিজেপি কর্মীর ছোট ভাইয়ের উপর। রীতিমতো হাসপাতালে ঢুকে তাকে মারধর করা হয়েছে বলে। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে বিজেপি কর্মী-সমর্থকরা। হামলা-পাল্টা হামলায় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাইক। অল্পবিস্তর আহত হয়েছে বেশ কয়েকজন। অভিযোগ সিপিআইএম আশ্রিত দুস্কৃতিকারীরা হাসপাতালে ঢুকে রোগীদের ওপর আক্রমণ চালিয়েছে। গুরুতর জখম হয়েছে এক বিজেপি কর্মী। দুষ্কৃতীদের হামলার মুখে তাকে হাসপাতালে ভর্তি করানো যায়নি তৎক্ষণাৎ। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় বিজেপি জেলা কার্যালয় থেকে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে এ ঘটনায় নিখোঁজ রয়েছে দুইজন বিজেপি কর্মী। প্রশ্ন উঠছে সিপিআইএম রাজ্য সম্পাদকের উপস্থিতিতে এই ধরনের ঘটনা কিভাবে সংঘটিত হয়। অভিযোগ উঠছে প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহার উস্কানিতে এই ঘটনা সংঘটিত হয়েছে। বিশালগড়ে সন্ত্রাস সৃষ্টি করার জন্য সিপিআইএম নেতৃবৃন্দ এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ এক বিজেপি কর্মীর।এদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উল্টো পুলিশ আধিকারিকদের প্রশ্নবানে ঘায়েল করছেন বলে অভিযোগ উঠেছে। রীতিমতো শাসিয়েছেন পুলিশ আধিকারিককে।তবে পুলিশি তৎপরতায় আয়ত্তে রয়েছে পরিস্থিতি। সিপিআইএম সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ,প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, সিপিআইএম বিশালগড় মহাকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ দিনের ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা রয়েছে গোটা মহাকুমায়। তবে প্রশাসনিকভাবে রাস্তায় নামানো হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী।
রাজ্য
সিপিআইএম এর নতুন হেলমেট বাহিনীর দ্বারা আক্রান্ত যুব মোর্চার কর্মীসমর্থকরা অভিযোগ বিজেপি কর্মীদের
- by janatar kalam
- 2022-09-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this