গতকাল সারাবিশ্বে পালিত হয়েছিল মুক্ত গণমাধ্যম দিবস. তারই পরিপেক্ষিতে আজ প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদিকা সাগরিকা সেনের উদ্যোগে খোয়াই জেলার সাংবাদিকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়. এদিন তিনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আগামী দিনে যেন জনগণের স্বার্থে আরো সক্রিয়ভূমিকা পালন করতে পারে তার আশা রাখেন. প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদিকা এহেন উদ্যোগ আগামী দিনেও সাংবাদিকদের পাশাপাশি গণতন্ত্রের আরো যে কয়েকটি স্তম্ভ রয়েছে তাদের ক্ষেত্রেও জারি থাকবে বলে ধারণা অভিজ্ঞ মহলের একাংশের.
রাজ্য
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদিকার সাংবাদিকদের সম্মাননা প্রদান
- by janatar kalam
- 2020-05-04
- 0 Comments
- Less than a minute
- 6 years ago




Leave feedback about this