2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ও এন জি সি কমপ্লেক্সে রক্তদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব স্বরূপ প্রতিনিয়তই নানা কর্মসূচি সংঘটিত করে চলেছে ও এন জি সি তে কর্মরত শ্রমিক কর্মচারীরা।
ওএনজিসি ত্রিপুরা এসেটের অন্তর্গত অল ইন্ডিয়া এস সি, এস টি এম্প্লয়িস ওয়েলফেয়ার এসোসিয়েশন আগরতলা ইউনিটের উদ্যোগে বুধবার আয়োজন করা হয় এক রক্তদান শিবির। বাধারঘাট স্থিত ও এন জি সি কমপ্লেক্সে আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ওএনজিসি ত্রিপুরা এসেটের ম্যানেজার তরুণ মল্লিক। উপস্থিত ছিলেন ও এন জি সির উচ্চপদস্থ আধিকারিকরা। প্রতি বছরই এই সংগঠন স্বেচ্ছা রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি সংঘটিত করে থাকে। কিন্তু গেল বছর করোণার কারণে অনেক কিছুই করা সম্ভব হয়নি। বর্তমানে করোণার দাপট নতুন করে আবার দেখা দিলেও, জনজীবন অনেকটা স্বাভাবিক হওয়ায় এসোসিয়েশনের কর্মকর্তারা আয়োজন করে রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরে প্রায় শতাধিক স্বেচ্ছায় রক্তদান করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service