জনতার কলম ত্রিপুরা,সোনামুড়া প্রতিনিধি :-সময় নিয়েও পুলিশ সোনামুড়ার অপহৃতা নাবালিকাকে উদ্ধার করতে না পারায় ফের সড়ক অবরোধে বসেছে তার সহপাঠীরা।মাঝ রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ।তাদের সাফ বক্তব্য একদিনের মধ্যে উদ্ধার করতে হবে নাবালিকাকে। নতুবা অব্যাহত থাকবে এই অবরোধ। ঘটনাস্থলে পৌঁছেছে সোনামুড়া থানার পুলিশ। উল্লেখ্য গত রবিবার টিউশন শেষে প্রাইভেট টিউটরের বাড়ি থেকে বান্ধবীদের সাথে নিজ বাড়িতে যাচ্ছিলো ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী। অভিযোগ এমন সময়ই সোহাগ মিয়া নামের এক প্রভাবশালীর পুত্র ও তার সহযোগীরা নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় গাড়ি করে। ঘটনার পরপরই সোনামুড়া থানায় মামলা করে অপহৃতার পরিবার। পুলিশ তাদেরকে আশ্বস্থ করেছিল ২৪ ঘন্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার করা হবে, সেই সাথে গ্রেপ্তার করা হবে অভিযুক্তদের। কিন্তু ৪৮ ঘন্টায়ও পুলিশ তা না করায় বাধ্য হয়ে অবরোধে বসে ক্ষুব্ধরা।
Leave feedback about this