2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দুর্ঘটনাগ্রস্থ ছাত্রীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন প্রথম শ্রেণীতে পাঠরত ছাত্রীকে দেখতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্প্রতি স্কুল ছুটি হবার পর শিশু বিহার স্কুলের এই ছাত্রীটি মায়ের সাথে বাড়ি ফেরার পথে টমটমের ধাক্কায় গুরুতর আহত হন। শুধু আহত নয়, আশঙ্কারজনক অবস্থায় গত বেশ কয়েকদিন ধরে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মঙ্গলবার তাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে তার শারীরিক অবস্থা সম্পর্কে কথা বললেন চিকিৎসক ও তার পরিবারের লোকজনদের সাথে। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শিশুটির দ্রুত সুস্থতা কামনা করে জানান, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service