জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। মূলত পরিবেশকে সুস্থ রাখতেই আদালতের নির্দেশ কার্যকর করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার অব্যাহত রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সরকারিভাবে জারি করা নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন মহলে প্রতিনিয়ত উঠছে নানা প্রশ্ন। একগুচ্ছ প্রশ্নের মাঝেই এবার জনগণকে এবিষয়ে সচেতন করে তোলার জন্য ময়দানে নামলো উদয়পুর পুর পরিষদ। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে উদয়পুর শহরের বিভিন্ন বাজার গুলিতে বিশেষ অভিযান চালালো পৌর পরিষদের কর্মীরা। বুধবার পৌর পরিষদের কর্মীরা দিনভর উদয়পুর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালায়। একই সাথে জনগণকে বার্তা দেওয়া হয় নির্দেশ অমান্য করে যারা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌরপরিষদের এই উদ্যোগকে স্বাভাবিকভাবেই স্বাগত জানায় উদয়পুরের সচেতন নাগরিকরা।
রাজ্য
প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ করার তৎপরতা
- by janatar kalam
- 2022-07-13
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this