2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কংগ্রেস আবার ঘুড়ে দাড়াচ্ছে- সুদীপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার ঘোষিত হয়েছে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল, যেখানে নিজ বিধানসভা কেন্দ্র ৬ আগরতলায় জয়ের ধারা অব্যাহত রাখলেন সুদীপ রায় বর্মন। রবিবার জয়ী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় সুদীপ রায় বর্মন বলেন এই জয় আগরতলার বিধানসভা কেন্দ্রে জনগণের জয়। এত সন্ত্রাস অত্যাচার ভোটারদের ব্যাপক মারধর আটকে দেওয়া বহিরাগত গুন্ডাদের লেলিয়ে দেওয়া সত্ত্বেও এই জয়ের স্বাদ আলাদা। তিনি বলেন আগরতলা কেন্দ্রের ভোটাররা জানান দিয়ে দিয়েছে কি হতে যাচ্ছে আগামী দিনে রাজ্যে। তাছাড়া তিনি বলেন কংগ্রেস আবার ঘুরে দাঁড়াচ্ছে। কংগ্রেস মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের কাছে পৌঁছুচ্ছে ও আগামী দিন কংগ্রেসের নেতৃত্বে ত্রিপুরায় একটি গণতান্ত্রিক শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ সরকার গঠিত হবে বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service