2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উপনির্বাচনে চারটি আসনেই ফুটবে পদ্মফুল- ডাঃ মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন উপনির্বাচনে 4 আসনের মধ্যে হাই প্রোফাইল কেন্দ্র হল টাউন বড়দোয়ালি। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদেশ বিজেপির সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ।কংগ্রেসের প্রার্থী হয়েছেন এই কেন্দ্রের তিনবারের বিধায়ক তথা প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারে ঝড় তুলেছেন। কোন মতেই প্রচারে কিছুতেই খামতি রাখতে চাইছেন না বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। বৃহস্পতিবার প্রতিদিনের মতোই প্রচারে বের হন বিজেপি প্রার্থী ডাক্তার মানিক সাহা। এদিন তিনি রামনগর শনিতলা এলাকায় প্রচার চালান ।প্রার্থীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , বিজেপি নেতা জহর সাহা, সাবরুমের বিধায়ক শংকর রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন প্রতিক্রিয়া প্রার্থী জানান বিপুল জনসমর্থন মিলবে। 4 আসনে জয় পাবে প্রার্থীরা বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service