জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হতাশায় আচ্ছন্ন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা শেষ পর্যন্ত শুক্রবার শহরের রাজপথে মিছিল করে গণ ধর্নায় বসলো আগরতলা সিটি সেন্টারের সামনে। ইতিমধ্যে অনেকের চাকরির বয়সও পেরিয়ে গেছে গত এপ্রিল মাসে সরকার থেকে বলা হয়েছিল 600 শূন্যপদে নিয়োগ করা হবে।এই ঘোষণায় হতাশ হয়ে পড়েছে কয়েক হাজার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী। তারা কয়েকবার দাবি জানিয়েছিল শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে যেন বাকি তিন হাজার ১৩১ টি শূন্যপদে তাদের নিয়োগ করা হয়।কিন্তু ইতিমধ্যে TET-1, TET-2 পাস 1431 জন শংসাপত্র হাতে পেয়ে গেছে।শুক্রবার এই চাকরিপ্রার্থীরা শহরে মিছিল করে ধরনায় বসে শীঘ্রই তাদের নিয়োগের দাবিতে সরব হয়েছে।
রাজ্য
চাকুরির দাবী নিয়ে রাস্তায় নামলো টেট উত্তীর্ণরা
- by janatar kalam
- 2022-05-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this