2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রদেশ যুব মোর্চার মুখপাত্র এবং মিডিয়া ইনচার্জ সাক্ষাৎ করলেন চিত্র সাংবাদিক নিতাই দের সাথে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত দু’দিন আগে রাত্রিবেলায় চিত্র সাংবাদিক নিতাই দে কে কলেজ টিলা ফাঁড়ির ওসি অরিন্দম রায় বিনা কারনে গ্রেফতার করে পূর্ব থানায় নিয়ে আসে এবং রাতভর লক আপের মধ্যে ঢুকিয়ে তাঁর উপর শারীরিক নির্যাতন চালায়, তার পরেরদিন সকালেই রাজ্যের সাংবাদিকরা এই ঘটনার তিব্র নিন্দা জানিয়ে আন্দোলনে সামিল হয়, তাছাড়া আন্দোলনের অঙ্গ হিসাবে ধর্না দেওয়া পুলিশ সদর দপ্তরের সামনে। দাবী রাখা হয় দোষী পুলিশ অফিসারের কঠোর শাস্তি ও চাকুরী থেকে বরখাস্তের। তারই পরিপ্রেক্ষিতে
প্রশংসনীয়ভাবে রাজ্য সরকার ২৪ ঘণ্টার মধ্যেই অরিন্দম রায়কে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করে এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারির আদেশ দেয়। এই ঘটনার খবর পেয়ে শনিবার প্রদেশ যুব মোর্চার মুখপাত্র অম্লান মুখার্জি ও প্রদেশ যুব মোর্চার মিডিয়া ইন-চার্জ শ্রী করন বনিক সাংবাদিক নিতাই দের সাথে সাক্ষাৎ করেন এবং উনার স্বাস্থ্য ও অন্যান্য যাবতীয় বিষয়ে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে অবগত হন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service