2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পাখির চোখ বিধানসভা নির্বাচন প্রচারে এগিয়ে শাসক দল

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি:- রাজ্যে বিধানসভা নির্বাচন এখনো কয়েক মাস বাকি। এরইমধ্যে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে নেমে পড়েছেন যুব মোর্চার কল্যাণপুর মণ্ডল কমিটির যুবকরা। প্রতিদিন প্রতি নিয়ত তারা কল্যাণপুর এলাকার বিভিন্ন গ্রাম এ পাড়া থেকে ওই পাড়া চড়ে বেড়াচ্ছেন। আজ অর্থাত বৃহস্পতিবার সকালে ঘিলাতলী এলাকায় জনসম্পর্ক অভিযান করে যুব মোর্চা। বাড়ি বাড়ি প্রচারে যায়। কথা বলেন মানুষদের সাথে।২০১৮ সালে বিজেপি দল ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হবার চার বছর পূরণ হবার পর মানুষ তা কি কি পেয়েছেন তা খতিয়ে দেখেন। তার পাশাপাশি মানুষের কি সমস্যা হয়েছে এলাকার মানুষদের জন্য আর কি কি দরকার সেই সমস্ত বিষয় নিয়েও নেতৃত্বরা আলোচনা করেন। কেউ কেউ আবার বলেন আমাদের ভাতা হয়েছে 2 হাজার টাকা আর কি চাই। পেয়েছি সরকারি ঘর। তবে সব মিলিয়ে মানুষ বেশ খুশি। মানুষ দাবি রাখেন এলাকার আরো উন্নয়ন হোক। এদিনের জন সম্পর্ক অভিযানে ছিলেন যুব মোর্চার খোয়াই জেলা কমিটির সহ-সভাপতি রাজীব পাল, সম্পাদক অরুন দাস এবং শক্তি কেন্দ্রের প্রমুখ নিতাই বল সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন মানুষ কিছু সমস্যা তুলে ধরেন। উনারা আশ্বস্ত করে মানুষকে যে সমস্যাগুলো সমাধান করা হবে অচিরেই। সবমিলিয়ে বলাই যায় বিরোধী দলগুলো এখনো প্রচারে অনেকটা পিছিয়ে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service