2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মা বোনদের সঠিক কাজে লাগাতে পারলে রাজ্যের উন্নয়ন হবেই- উপমুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্লাস্টার স্তরের ফেডারেশন গুলোকে শক্তিশালী করার জন্য একদিনের কর্মশালার আয়োজন করা হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। এই দিনের কর্মশালার প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এই দিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন এস এইচ জি অন্দোলন ও এিপুরা রাজ্যে শুরু হয়ে গেছে এবং মা বোনদের হাতে কাজ দেওয়ার পরেই এই সফলতা এসেছে। বিগত সরকারের আমালে মা বোনদের এস এইচ জি কোন কাজ ছিলো না যার কারনে ৪ হাজার এস এইচ জি ছিলো কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পরে ৩৪ হাজার এস এইচ জি দল হয়েছে তাতে করে রাজ্যের উন্নয়ন ও সংসারে মহিলাদের হাত দেওয়াতে রাজ্যের উন্নয়ন বাস্তবমুখি। মা বোনদের কাজে সঠিক ভাবে কাজে লাগতে পরলেই রাজ্যের উন্নয়ন হবে বলে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী উনার বক্তব্যে তুলে ধরেন। এদিন তিনি আরো বলেন আগামী দিনে মা বোনদের দ্বারা রেশন সপ পরিচালনার চিন্তা ভাবনা করছেন সরকার বলে অভিমত ব্যক্ত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service