2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কাউন্সিলর অভিষেক দত্তের হাত ধরে স্থাপিত হলো রূপোর রক্ষা কালী মূর্তি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীর ঐতিহ্যবাহী একটি কালী মন্দির হল মেহার কালীবাড়ি। এই কালীবাড়িতে এলাকার মানুষের পাশাপাশি রাজ্যের অন্য প্রান্ত থেকেও মানুষ এসে পূজার্চনা করেন। বুধবার ঐতিহ্যবাহী মেহের কালীবাড়ি তে একটি রুপোর রক্ষা কালী মূর্তি স্থাপন করা হয়, এদিন মূর্তিটি স্থাপিত হয় এলাকার কর্পোরেটর অভিষেক দত্তের হাত ধরে। মূর্তি প্রতিস্থাপনের পর অভিষেক দত্ত রাজ্যের মানুষের মঙ্গল কামনায় পূজার্চনা করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service