2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আগামী ৪বছরে ৮০০০ কোটি টাকা রাজ্যের উন্নয়ন ক্ষাতে ব্যায়ের পরিকল্পনা নেওয়া হয়েছে:মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কুরবুকে আজ নতুন নির্মিত এসডিএম অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয় নব নির্মিত এসডিএম অফিস ভবনের। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের, অপবাদ থেকে করবুককে মুক্ত করে এই অঞ্চলে বহুমুখী বিকাশে গতি সঞ্চারে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে l আগামী চার বছরে এডিবি মারফত বাজেট অতিরিক্ত আরও ৮০০০ কোটি টাকা রাজ্যের উন্নয়ন ক্ষাতে ব্যায়ের পরিকল্পনা নেওয়া হয়েছে l রাজনৈতিক ও সংকীর্ণ স্বার্থের উর্দ্ধে উঠে সমস্ত সুফল বন্টিত হচ্ছে l নাগরিক পরিষেবা প্রদানে দ্রুততার লক্ষ্যে নব নির্মিত করবুক মহকুমা শাসক কার্যালয় বিশেষ ভূমিকা নেবে। তাছাড়া এদিন তিনি আর ও বলেন রাজনৈতিক ও সংকীর্ণ স্বার্থের উর্দ্ধে উঠে সমস্ত সুফল বন্টিত হচ্ছে l রাজনৈতিক তকমা লাকিয়ে মানুষের অধিকার চুরি ও কমিশন বাণিজ্যকে কোনো ভাবেই প্রশ্রয় দেওয়া হবেনা l ডুম্বুর, ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ি সহ পর্যটন সম্ভাবনাময় অঞ্চলগুলির এক সূত্রিতার দ্বারা এই রাজ্যের সার্বিক সমৃদ্ধির পথ প্রশস্থ হচ্ছে l ত্রিপুরার জনজাতিদের আর্থ সামাজিক জীবনমানকে আর পিছিয়ে রাখা যাবেনা। মুখ্যমন্ত্রীর বিশ্বাস নাগরিক পরিষেবা সুনিশ্চিতিকরণে নব নির্মিত করবুক মহকুমা শাসক কার্যালয় অগ্রণী ভূমিকা নেবে l

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service