2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অ্যানিমিয়া ও টিবি মুক্ত ত্রিপুরা গড়তে পক্ষকালব্যাপী বিশেষ অভিযান কর্মসূচীর সুচনা হবে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অ্যানিমিয়া ও টিবি মুক্ত ত্রিপুরা গড়তে পক্ষকালব্যাপি বিশেষ অভিযান এবং ইনটেনসিফায়েড পাল্স পোলিও ইমিউনাইজেশন কর্মসূচির রাজ্যভিত্তিক শুভ সূচনা হবে ২৪ ফেব্রুয়ারি। বুধবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা। ২৭ ফেব্রুয়ারী রাজ্যে শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ২ ফোঁটা পোলিও ড্রপ খাওয়ানো হবে। এদিকে সুস্থ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই লক্ষ্যে রাজ্য সরকার ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পক্ষকালব্যাপি বিশেষ অভিযান কর্মসূচি গ্রহণ করেছে। আনিমিয়া মুক্ত ত্রিপুরা গড়তে এবং ত্রিপুরাকে টিবি মুক্ত করতে গোটা রাজ্যে ১৫ দিন এই কর্মসূচি চলবে। অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচিতে আশা ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ৬-৫৯ মাস বয়সের শিশুদের দু-বার আয়রন এন্ড ফলিক অ্যাসিড সিরাপ খাওয়াবেন। ৫-৯ বছর বয়সের শিশুদের সপ্তাহে একটি গোলাপী আয়রন এন্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হবে। ১০-১৯ বছর বয়সের কিশোর-কিশোরীদের সপ্তাহে একটি নীল আয়রন এন্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হবে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম ৪ মাস থেকে ১৮০ দিন অব্দি লাল আয়রন এন্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service